পরশুরামে রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান সামছুন নাহার পাপিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলার নারী উদ্যোক্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনাঃ আরএইচ