সোনাগাজীতে পুলিশ এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স’র যৌথ অগ্নি নির্বাপন মহড়া করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে সোনাগাজী মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত অগ্নি নির্বাপণী মহড়ায় উপস্থিত ছিলেন, সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সুদীপ রায় পলাশ ও ফায়ার সার্ভিস সোনাগাজীর স্টেশন অফিসার জামিল আহমেদ খানসহ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
মহড়াকালে মানুষের ঘরবাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার সহ পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল ও পদ্ধতি কিরূপ হবে তা প্রদর্শন করা হয়।
সম্পাদনাঃ আরএইচ