ফেনীতে পার্ক ভিউ হাসিনা টাওয়ার’র ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকালে ফেনী পৌর শহরের মাস্টার পাড়া রামতারা শিশু পার্ক সংলগ্ন পার্ক ভিউ হাসিনা টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এসময় উপস্থিত ছিলেন, জায়গার মালিক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবঃ) মনজুর আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আইনুল কবির শামীম, ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, শহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী ব্যাংকার্স ফোরামের সভাপতি শামছুল করিম মজুমদার, ইউনাইটেড কমার্সিয়াল ক্যাংকের ম্যানেজার মজিবুল হক মজুমদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াজ আজিজ রাজিবসহ শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, ফেনী প্রোপার্টিজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসিমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন আহম্মদ জিতু, পরিচালক মো. হুমাযুন কবীর, লিটন চন্দ্র ভৌমিক, সাহেদা আক্তার ও ফারজাদ আজিজ চৌধুরী।
বৃত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
সম্পাদনাঃ আরএইচ