সোনাগাজীতে রড চুরির ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে রড চুরির ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত • নতুন ফেনী
 ফেনী |
১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে রড চুরির ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৩ অপরাহ্ণ, ১৬ সেপ্টেম্বর ২০১৪

সোনাগাজী উপজেলার মধ্য চরচান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল চন্দ্র রায়কে রড চুরির ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন এ আদেশ দেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার বিদ্যালয়ের পিয়ন মিন্টুকে দিয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল চন্দ্র রায় বিদ্যালয়ের পরিত্যক্ত লোহার তৈরি চেয়ার, পুরাতন টেবিল ও  দরজা-জানালা সহ প্রায় ৯-১০ মণ স্ক্র্যাপ মালামাল কোন প্রকার টেন্ডার কিংবা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করে দেন। যার মূল্য প্রায় ১৮ হাজার টাকা। ঘটনাটি জানাজানি হলে গতকাল সকালে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষুব্দ হয়ে প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য ফয়েজ আহম্মদ ঘটনাস্থলে হাজির হলে কৌশলে প্রধান শিক্ষক জনরোষ থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে একপর্যায়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহাকারী শিক্ষা কর্মকর্তা নুর নবী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: শাহ আলম ও উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শুনিল চন্দ্র রায় বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা কর্মকর্তার টেলিফোনিক নির্দেশে তাৎক্ষনিক বিদ্যালয়ে হাজির করা হয়। উত্তেজিত এলাকাবাসীর উত্থাপিত রড চুরির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে রড চুরির ঘটনায় বিদ্যালয়ের ভার্বমুর্তি ক্ষুন্ন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তৎক্ষনাত উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে বাবুল চন্দ্র রায়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.