‘ফেনী অনেক সমৃদ্ধিশালী জেলা হিসেবে গড়ে উঠেছে’ • নতুন ফেনীনতুন ফেনী ‘ফেনী অনেক সমৃদ্ধিশালী জেলা হিসেবে গড়ে উঠেছে’ • নতুন ফেনী
 ফেনী |
২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফেনী অনেক সমৃদ্ধিশালী জেলা হিসেবে গড়ে উঠেছে’

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১১ অপরাহ্ণ, ০৭ ডিসেম্বর ২০১৭

মোঃ কামরুল হাসান>>
ফেনী অনেক সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভারসিটির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আজিম উদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ও দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের পর ফেনীর রাজনীতিতে হানাহানি মারামারি ছিলো অনেক বেশি। জেলার প্রত্যন্ত অঞ্চলে এক একজন গড়ফাদার তৈরি হয়েছিলো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাসিম বলেন, আমাদের সবচেয়ে হচ্ছে বাবা এবং মা। বাবা-মা কোন সন্তানের নিকট টাকা পয়সা চায় না, চায় শুধু আত্মসম্মান। তারা চায় আমরা ভালোভাবে পড়াশুনা মানুষের মতো মানুষ হলে তাদের মুখ উজ্জ্বল হবে। কোন বাবা-মা তাদের সন্তানদের কখনো কোন অকল্যাণ চান না। আজিম উদ্দিন সমাজিক উন্নয়নে এগিয়ে এসে অনেকগুলো স্কুল, মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন। আমরা যদি চেষ্টা করি তাহলে এক একজন আজিম উদ্দিন হতে পারবো। যারা টাকা খরচ করে জনগনের কল্যাণে কাজ করতে পারেন তারাই পরবর্তী প্রজন্মের কাছে একজন আদর্শ পুরুষ। বর্তমান সময়ে শিক্ষাদিক্ষায় বাংলাদেশের মধ্যে ফেনী অনেক সমৃদ্ধিশালী জেলা হিসেবে গড়ে উঠেছে। আমি চাই এই বিদ্যালয় থেকে এমন শিক্ষার্থী বেরিয়স আসবে তাদের সম্পর্কে আগামী প্রজন্ম কথা বলবে।

শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ফেণীর অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেণী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আ’লীগের সহ সভাপতি খায়রুল বাশার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন সাজেল, ছাগলনাইয়া থানার পরিদর্শক আবু জাফর মোঃ সালেহ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন বুলু মজুমদার, পৌর মেয়র মুহাম্মদ মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মহসিন উজ্জ্বল, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক সহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.