“গায়ের জোরে ভোট নেবেন সেট ভুলে যান” – মতবিনিময় সভায় জেলা প্রশাসক
সভায় বক্তব্য রাখছেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান , ছবি>> আলমগীর হোসেন রিপন
ফেনী জেলা প্রশাসক বলেন, ভোটারদের কোথায়ও বাঁধা দেয়ার সুযোগ নেই। ভোট কেন্দ্রে যাবে শুধু ভোটাররা কোনো বহিরাগত যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সেজন্য সকল প্রশাসন সক্রিয় থাকবে। সাধারণ জনগনকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকবেন। কেউ নিষেধ করলে শুনবেন না। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিন। গায়ের জোরে ভোট নেবেন সেটা ভুলে যান। ভোট কেন্দ্রে ভোট হবে ...













