টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফুলগাজীতে ভাঙন কবলিত মানব বন্ধন • নতুন ফেনীনতুন ফেনী টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফুলগাজীতে ভাঙন কবলিত মানব বন্ধন • নতুন ফেনী
 ফেনী |
২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফুলগাজীতে ভাঙন কবলিত মানব বন্ধন

ফুলগাজী প্রতিনিধিফুলগাজী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৪ অপরাহ্ণ, ২৭ আগস্ট ২০২১

ফেনীর ফুলগাজীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে ভাঙন কবলিত স্থানে মানব বন্ধন করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নামের একটি সংগঠন। শুক্রবার বিকালে বেড়িবাঁধ ভাঙার স্থানে সংগঠনটির ফেনী জেলা সমন্বয়ক এসজেড অপুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের সহ-সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম জিপাত, জলবায়ুযোদ্ধা আশরাফ উদ্দিন, জাহিদ হাসান, নির্মল দেব নাথসহ ইয়ুথনেট ফেনী জেলার সদস্যবৃন্দ ও এলাকাবাসীসহ উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে অংশ নেয়া এসজেড অপু বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে দফায় দফায় মুহুরী ও কহুয়া নদী রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে করে রাস্তাঘাট ও ফসলী জমি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বছরের পর বছর স্থানীয় কৃষক, মৎস্যচাষীসহ প্রান্তিক জনপদের হরেকরকম ক্ষতি হলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণে কোন প্রদক্ষেপ নেয়া হয়নি।
মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা:আরএইচ/এমইজি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.