ফুলগাজীর লোকালয়ে আটক মেছো বাঘ, সেগুন বাগানে অবমুক্ত • নতুন ফেনীনতুন ফেনী ফুলগাজীর লোকালয়ে আটক মেছো বাঘ, সেগুন বাগানে অবমুক্ত • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলগাজীর লোকালয়ে আটক মেছো বাঘ, সেগুন বাগানে অবমুক্ত

ফুলগাজী প্রতিনিধিফুলগাজী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪২ অপরাহ্ণ, ২৮ আগস্ট ২০২১

ফেনীর ফুলগাজীতে লোকালয় থেকে আটক করা একটি মেছোবাঘ মহেষপুষ্করনি এলাকায় সেগুন বাগানে অবমুক্ত করা হয়েছে। শনিবার বণ বিভাগের কর্মকর্তারা উপস্থিতি থেকে পশুটি বাগানে অবমুক্ত করেন।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবত ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের নিলখী গ্রামে মেছোবাঘটি স্থানীয়দের বাড়িঘরে পোষা হাঁস-মুরগি নস্ট করে আসছে। রাতের বেলায় আক্রমণ করার কারণে মেছোবাঘটি আটক করা যাচ্ছিলোনা। শুক্রবার রাতে স্থানীয় পাটোয়ারী বাড়ির জসিম উদ্দিনের মুরগির ঘরে মেছোবাঘটি আটক করতে বিশেষ কায়দায় ফাঁদ তৈরী করা হয়। এতে ওই রাতেই মেছোবাঘটি আটকা পড়ে।

পরশুরাম রাবার বাগানের বন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন দিন মেছোবাঘটির উৎপাত বাড়ায় স্থানীয়রা অতিষ্ঠ ছিলো। শনিবার এটি আটকের খবর পাওয়ার পর উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক মহেষপুষ্করনি এলাকায় সেগুন বাগানে অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান, বাঘটি লম্বায় চার ফুট। বয়স আনুমানিক দুই বছর।খাদ্য সংকটের কারণে পশুটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.