মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফুলগাজীতে চার গ্রাম প্লাবিত • নতুন ফেনীনতুন ফেনী মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফুলগাজীতে চার গ্রাম প্লাবিত • নতুন ফেনী
 ফেনী |
১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফুলগাজীতে চার গ্রাম প্লাবিত

ফুলগাজী প্রতিনিধিফুলগাজী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৫ অপরাহ্ণ, ২০ জুন ২০২২

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি। বাঁধ ভেঙে জেলার ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সোমবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের নুরুর বাড়ি সংলগ্ন স্থানে বাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যার পানিতে উপজেলার ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানির চাপ বাড়ায় মাছের ঘের, জমির ফসল, গবাদি পশু নিয়ে স্থানীয়রা নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছেন।

ফুলগাজী বাজারের ব্যবসায়ী আসাদ উদ্দিন জানান, রাতে দোকানের তালা বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের ভেতর পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীর মালামাল নষ্ট হয়েছে।

ফুলগাজী ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম বলেন, ‌‘পানির তোড়ে সকাল সাড়ে ৮টায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে আমার ইউনিয়নের চারটি গ্রামে পানি প্রবেশ করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুর নাহার বলেন, ‘মুহুরী নদীর বেড়িবাঁধের একটি স্থানে ভাঙনের ফলে সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে।’

পাউবোর ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ‘রাতে পানির প্রবাহ বেশি ছিল। সকালে মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে।’

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.