ফেনীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ফেনীর একটি বেসরকারি হাফেজি মাদ্রাসা ভবনের ষষ্ঠতলা থেকে পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ভোর চারটার দিকে শহরের পুলিশ লাইনসের বিপরীতে মেজবাউল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনী সদর মডেল থানার পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।