ঈদে শহীদ হোসেন উদ্দীন বিপনী বিতানে থাকছে পুরস্কার • নতুন ফেনীনতুন ফেনী ঈদে শহীদ হোসেন উদ্দীন বিপনী বিতানে থাকছে পুরস্কার • নতুন ফেনী
 ফেনী |
২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে শহীদ হোসেন উদ্দীন বিপনী বিতানে থাকছে পুরস্কার

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫১ অপরাহ্ণ, ০৯ জুন ২০১৬

নিজস্ব প্রতিনিধি>>
ঈদে ফেনী শহরের কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী শহীদ হোসেন উদ্দীন বিপনী বিতানে ক্রেতাদের জন্য থাকছে ৩টি মোটর সাইকেলসহ ২০টি আকর্ষনীয় পুরস্কার। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ ধরণের পুরস্কারের আয়োজন করে থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপনী বিতানটিকে সাজানো হয়েছে জাকজমকপূর্ন নতুন সাজে। প্রায় প্রতিটি দোকানই নতুন  ঈদ কালেকশানে সজ্জিত। দোকানীদের ব্যাস্ততাও ছিলো অন্যান্য সময়ের তুলনায় বেশি। শাড়ী, পাঞ্জাবী আর জুতোর দোকানগুলোতে ক্রেতাদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে অন্যান্য বিপনী বিতানের মতো এখানেও থাকছে লাকী কুপন।

feni2
মাত্র ৫০০ টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি লাকী কুপন। কুপন জিতলেই ক্রেতারা পাবেন প্রথম পুরস্কার ইয়ামাহ ফেজার ১টি, ২য় পুরস্কার ১২৫ সিসি মোটর সাইকেল ১টি, ৩য় পুরস্কার ১১০ সিসি মোটর সাইকেল ১টি, ৪র্থ পুরস্কার ২ভরি ওজনের স্বর্ণে নেকলেস ১টি, ৫ম পুরস্কার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ১টি, ৬ষ্ঠ পুরস্কার ১টন এয়ার কন্ডিশন ১টি, ৭ম পৌনে ১ভরি ওজনের স্বর্ণের চেইন, ৮ম পুরস্কার ল্যাপটপ ১টি, ৯ম পুরস্কার আধা ভরি ওজনের স্বর্ণের কাসের দুল ১ জোড়া, ১০ম পুরস্কার ১টি ফ্রিজ, ১১তম পুরস্কার এলইডি ৩২ ইঞ্চি ১টি টেলিভিশন, ১২তম পুরস্কার ১টি বাইসাইকেল, ১৩তম পুরস্কার ১টি বেবি হুন্ডা, ১৪তম পুরস্কার ১টি স্ট্যান্ড ফ্যান, ১৫তম পুরস্কার বেবি ১টি সাইকেল, ১৬তম পুরস্কার ১টি বেবি হুন্ড, ১৭তম পুরস্কার ১টি ওভেন, ১৮তম পুরস্কার মোবাইল ৫টি, ১৯তম পুরস্কার ৩টি প্রেসার কুকার
দোকানীদের সাথে কথা বলে জানা যায় ক্রেতাসমাগম বৃদ্ধি পেলেও সে হারে বেচাকেনা হচ্ছে না। তবে ২০ রমজানের আগে থেকে কেনাবেচা আশানুরূপভাবে শুরু হবে বলে তারা মনে করেন।
উম্মে সায়রা নামে আরেক প্রবাসীর স্ত্রী বলেন, বাচ্চার জন্য নিলাম, এবার নিজের জন্য নিবো। কয়েকদিন পরতো তিল ধারনের জায়গাও থাকবে না। তাই আগে ভাগেই সেরে ফেলছি ঈদের কেনাকাটা।
বিপনী বিতানটির কর্তৃপক্ষ জানায় ক্রেতাসাধারনের সাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য তারা সব ধরনের আয়োজন করেছেন। এছারাও মহিলাদের উত্যক্তকরনসহ বিভিন্ন অনাকাংখিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজর রাখছে।
সম্পাদনা: আরএইচ/এএলএমটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.