খায়রুল বাশার তপন জামিনে মুক্ত • নতুন ফেনীনতুন ফেনী খায়রুল বাশার তপন জামিনে মুক্ত • নতুন ফেনী
 ফেনী |
৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খায়রুল বাশার তপন জামিনে মুক্ত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৭ অপরাহ্ণ, ৩১ মে ২০১৬

নিজস্ব প্রতিনিধি >>
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দার’র উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন জামিন পেয়েছেন। মঙ্গলবার জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ সফি উল্যাহ এ আদেশ দেন।
ওই দিন বিকালে অসুস্থ্যতার কারণ দেখিয়ে আসামী খায়রুল বাশর তপনসহ গ্রেফতারকৃত আট আসামীর জামিন আবেদন করে আসামী পক্ষের আইনজীবিরা। আদালত শুনানি শেষে খায়রুল বাশর তপনের জামিন আবেদন মঞ্জুর করেন। বাকীদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ খায়রুল বাশার তপনের জামিন লাভের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত ৬ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে ৬ মে শুক্রবার সকালে জেলা আওয়ামলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপনকে সম্মান না দেয়ার অযুহাতে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দার’র উপর হামলা করে সরকার দলীয় সমর্থকরা। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় তাঁর ড্রাইভার আবুল কাশেম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার দিন পুলিশ বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করে। পরে ১১ মে আদালতে আত্মসমর্পন করেন মামলার প্রধান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসামী খায়রুল বাশর তপন, পরশুরাম উপজেরার চিথলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.