ফেনীর ধর্মপুরে বোমাবাজি-অগ্নিসংযোগ ॥ জাল ভোটারকে কারাদন্ড • নতুন ফেনীনতুন ফেনী ফেনীর ধর্মপুরে বোমাবাজি-অগ্নিসংযোগ ॥ জাল ভোটারকে কারাদন্ড • নতুন ফেনী
 ফেনী |
২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর ধর্মপুরে বোমাবাজি-অগ্নিসংযোগ ॥ জাল ভোটারকে কারাদন্ড

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৫ পূর্বাহ্ণ, ৩১ অক্টোবর ২০১৬

নতুন ফেনী টিম >>
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন নির্বাচনে সরকারদলীয় প্রার্থী সাহাদাত হোসেন সাকা ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজহারুল হক আরজু সমর্থকদের মাঝে ককটেল বিস্ফোরল, গোলাগুলি ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এদিকে একই ইউনিয়নে জাল ভোট প্রদানকালে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

12
স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে বর্তমান চেয়ারম্যান আজহারুল হক আরজু প্রতিষ্ঠিত অক্সফোড ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। এসময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ওই স্কুলের সামনে থাকা দুইটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আ’লীগ সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন সাকার চাচাতো ভাই মোহাম্মদ ছরোয়ার, ইউছুপ, মোহাম্মদ আলি জিন্নাহ, সুমন, জনী ও নুরুল আবছারসহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

03
এদিকে সোমবার সকালে একই ইউনিয়নে মঠবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফেনী জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের জাল ভোট দেয়ার সময় হাতেনাতে মো. হানিকে (৩৫) আটক করে স্থানীয় জনতা। পরে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম ঘটনাস্থলে পৌছে ১০ হাজার টাকা জরিমা ও ১ মাসের কারাদন্ড প্রদান করেন। সে মঠবাড়িয়া গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে।
সম্পাদনা: আরএইচ/এনকে/এনইউ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.