সোনাগাজীতেও নিরাপত্তায় লাগছে সিসি ক্যামেরা • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতেও নিরাপত্তায় লাগছে সিসি ক্যামেরা • নতুন ফেনী
 ফেনী |
১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতেও নিরাপত্তায় লাগছে সিসি ক্যামেরা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৮ অপরাহ্ণ, ২৫ মে ২০১৭

নিজস্ব প্রতিনিধি >>
সোনাগাজী পৌরসভার ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তায় লাগছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। বৃহস্পতিবার সকালে পৌর কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌর শহরে জন মানুষের নিরাপত্তার জন্য ৩০টি স্থানে অর্ধশতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পৌরসভার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ওই সূত্র আরো জানায়, সোনাগাজী মডেল থানায় এর জন্য একটি নিয়ন্ত্রন কক্ষ স্থাপন করা হবে।

পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, সোনাগাজী পৌরসভায় আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণ ও সার্বিক নিরাপত্তার জন্য ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সিসি ক্যামেরার সংখ্যা আরো বাড়ানো হবে।

এর আগে ফেনী শহরে নিরাপত্তায় ৩শ’ টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। শহরের দেড় শতাধিক গুরুত্বপূর্ণ স্থানে  এসব ক্যামেরা স্থাপন করা হবে। প্রকল্পে ব্যায় হবে প্রায় ৩৫ লাখ টাকা। অল্প কয়েক দিনের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.