ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধা আবু বক্করকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধা আবু বক্করকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন • নতুন ফেনী
 ফেনী |
৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধা আবু বক্করকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০০ অপরাহ্ণ, ১৯ মে ২০১৫

ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায বীর মুক্তিযেদ্ধা ও সাবেক সেনা সদস্য আবু বক্কর ছিদ্দিকের লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় তার নিজ বাড়ির সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যায়। জানাযার পূর্বে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিন আখতার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ছাগলনাইয়া উপজেলা কমান্ডার ইউসুফ চৌধুরী।
জানাযায় আরো অংশ নেন রাধানগর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সালা উদ্দিন, ইউনিয়ন মেম্বার আবুল হোসেন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, রাধানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন মনিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.