ফেনীতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত • নতুন ফেনী
 ফেনী |
২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২২ অপরাহ্ণ, ২৩ জুন ২০১৫

শহর প্রতিনিধি>>
ফেনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামীলীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের কলেজ রাড়স্থ দলটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা  চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ মজুমদার, পৌর আ’লীগের সভাপতি আবদুল করিম, জেলা যুবলীগের অহবায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, আ’লীগ নেতা সিরাজুল হক চুট্টু প্রমূখ। এর আগে শহরের জেল রোডস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির ভাষা আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানে ছিল অগ্রণী ভূমিকায়। স্বাধীনতার পর দলটি প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যশন্ত ক্ষমতায় ছিল। এরপর বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে অদ্যাবধি ক্ষমতাসীন।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.