মিরসরাইয়ের মহিবুলের কন্ঠে বিশ্বকাপের গান • নতুন ফেনীনতুন ফেনী মিরসরাইয়ের মহিবুলের কন্ঠে বিশ্বকাপের গান • নতুন ফেনী
 ফেনী |
১৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাইয়ের মহিবুলের কন্ঠে বিশ্বকাপের গান

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০২ অপরাহ্ণ, ০৭ জুন ২০১৮

এম মাঈন উদ্দিন, মিরসরাই থেকে
তরুণ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মহিবুল অারিফ। বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ‌‌‘ফিরে এসো ম্যাশ’ শিরোনামে গানটি করে অালোচনায় অসেন। সম্প্রতি তিনি অাসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে ‘(Joy of World Cup) বিশ্বকাপের আনন্দ’ শিরোনামে অারেকটি নতুন গান করেছেন।

গানটির গীতিকার ও সুরকার তিনি নিজেই। মিউজিক কম্পোজ করেছেন সাদাত সাহেদ। গান টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের এসজে স্টুডিওতে। মিউজিক ভিডিটি নির্মাণ করেছেন মহিবুল অারিফ। তার সহকারী হিসেবে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। এডিট করেছে বাংলা পাজল। গানটির ভিডিও ‌শ্যুটিং করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।গানটি লেখার পর তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন শারফুদ্দীন কাশ্মীর, বেলাল হোসেন, মেজবাউল অালম, মোহাম্মদ রিয়াদ, শাহাদাত হোসেন, রোকসানা লাভলী ।

গান সম্পর্কে তরুণ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মহিবুল অারিফ বলেন, বিশ্বকাপের অানন্দ গানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেয়া, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করাই মূল উদ্দেশ্য। অাশাকরি বাংলাদেশের ফুটবল বিশ্বমঞ্চে একদিন ভাল অবস্থান তৈরি করবে। এইগান শুনে একজন কিশোরও যদি ফুটবলের প্রতি অাগ্রহী হয় তাতেই অামার সফলতা। অাশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।সঙ্গীতের এই পথ ধরে অনেকদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এই তরুণ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী।

তরুণ এই শিল্পী মহিবুল আরিফের এটিই প্রথম গান নয়। এর আগেও তিনি চারটি গান গেয়েছেন। মাশরাফিকে নিয়ে করা গানটির আগে সর্বশেষ তিনি মুক্তি দিয়েছেন ‘মনে রেখো’ শিরোনামের আরেকটি চমৎকার গান। প্রকাশের অপেক্ষায় অাছে তার অারো বেশ কয়েকটি গান।
সম্পাদনা: আরএইচ/এমইউ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.