ফেনীতে ‘বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লীগ’র উদ্বোধন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ‘বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লীগ’র উদ্বোধন • নতুন ফেনী
 ফেনী |
২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ‘বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লীগ’র উদ্বোধন

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৫ অপরাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি ২০২০

মুজিববর্ষ উপলক্ষ্যে ফেনীতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লীগ’ প্রতিযোগিতা। শনিবার বিকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান।

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খোন্দকার নুরুন্নবী। জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় ও জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল উপ কমিটির আহব্বায়ক নুরুল আবছার কবির শাহজাদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, চাঁদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় ফেনীর ১৩টি ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে ১৩ টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে শিরোপা জয়ের জন্য লড়ছে। আগামী ৮ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো, বিরিঞ্চি সূর্যমুখী সংসদ, মুক্ত বিহঙ্গক, বিএস ক্লাব, রামপুর ক্রীড়া চক্র, টাউন ক্লাব ফেনী, ফেনী ক্রীড়া চক্র, রামপুর বয়েজ ক্লাব, রাইজিং সান, ইয়াং স্টার ক্লাব, সফি উল্ল্যাহ ইঞ্জিনিয়ার স্মৃতি সংসদ, এন আমিন ক্রীড়া চক্র, ভোর বাজার ক্রীড়া চক্র এবং অল স্টার ক্লাব।

উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বিরিঞ্চি সূর্যমুখী সংসদ ৫-০ গোলে মুক্ত বিহঙ্গকে হারায়। দিনের দ্বিতীয় খেলায় রামপুর বয়েজ ক্লাব ৭-০ গোলে রাইজিং সানকে হারায়। দিনের তৃতীয় ম্যাচে অল ষ্টার ক্লাব ভোর বাজার ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে জয় লাভ করে।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.