কাঠগড়ায় দাড়িয়ে কাঁদলেন ওসি মোয়াজ্জেম • নতুন ফেনীনতুন ফেনী কাঠগড়ায় দাড়িয়ে কাঁদলেন ওসি মোয়াজ্জেম • নতুন ফেনী
 ফেনী |
১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঠগড়ায় দাড়িয়ে কাঁদলেন ওসি মোয়াজ্জেম

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৯ অপরাহ্ণ, ১৪ নভেম্বর ২০১৯

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে গিয়ে আদালতে অঝোরে কাঁদলেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেয়া বক্তব্যের একপর্যায়ে নিজের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্ন হওয়ার কথা বলে আদালতের সামনে কাঁদতে থাকেন ওসি মোয়াজ্জেম। কান্না থামিয়ে পড়ে আবার অসমাপ্ত বক্তব্য দেন তিনি। এরপর আদালত এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেন।

নুসরাতের আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২৭ মে মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত তা আমলে নিয়ে মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন। এর ২০ দিনের মাথায় গত ১৬ জুন মোয়াজ্জেম হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার হন। বর্তমানে কারাগারে আছেন তিনি। এর আগে গত ১৭ জুলাই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.