ফেনীতে ২০ হাজার ইয়াবাসহ দুই যুবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে হাজারী রোডে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। পিকআপ থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে চালক আমির হোসেন (৩০) ও হেলফার মো. রফিক আলমকে (২০) আটক করা হয়। পিকআপে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক কোটি টাকা ও জব্দকৃত ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা। গ্রেফতার আমির হোসেন কক্সবাজার জেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের মৃত মোজাফফর আহমদের ছেলে ও রফিক একই ইউনিয়নের থাইংখালী গ্রামের আবদুল মোনাফের ছেলে।
পুলিশ সুপার আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা কোথায়-কার কাছে যাচ্ছে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি