ফেনীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

পরশুরাম প্রতিনিধিপরশুরাম প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৮ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০২০

ফেনীর পরশুরামের বজ্রপাতে মো: করিম (২৮) ও স্বপন (২৪) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে তাদের লাশগুলো উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তারা দু’জন পরশুরামের পৌর এলাকার ৮ নং ওয়ার্ড গুথুমার খারিজকোনা গ্রামের মোস্তফা মেম্বার বাড়ি সংলগ্ন কালাধন সরকারের ছেলে। নিহতরা দিনমজুরের কাজ করতেন দুজনে।

স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন জানান, আজ ভোরের দিকে সীমান্তের ১৫-২০ ফুট ভেতরে লাশগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে সকাল ১১ টার দিকে লাশ উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে গুথুমা বিজিবি ক্যাম্পের হাবিলদার হাফিজের হাতে হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, নিহতরা সীমান্ত পিলার ২১৬৭/১১ এর নিকটে শূন্য লাইন বরাবর হিল্লা টিলার পাশে খালে মাছ ধর ছিলেন। ওই সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতদের পিতা কালাধন সরকার জানান, তার দুই ছেলে ফজরের নামাজের আগে ঘর থেকে মাছ ধরার জন্য বের হয়।

পরশুরাম থানার ওসি শওকত হোসেন জানান, বেলা পৌনে ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.