দাগনভূঞায় ত্রান পাচ্ছেনা আশ্রয় কেন্দ্রের দূর্গতরা • নতুন ফেনীনতুন ফেনী দাগনভূঞায় ত্রান পাচ্ছেনা আশ্রয় কেন্দ্রের দূর্গতরা • নতুন ফেনী
 ফেনী |
১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাগনভূঞায় ত্রান পাচ্ছেনা আশ্রয় কেন্দ্রের দূর্গতরা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৪ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০১৫

নিজস্ব প্রতিনিধি >>
দাগনভূঞায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া বন্যা দূর্গতরা ত্রান না পাওয়ার অভিযোগ করেছেন। শনিবার উপজেলা প্রশাসন ২৮ প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণা করে বন্যা দুর্গত মানুষকে আশ্রয় নেয়ার অনুরোধ জানান। ওই দিন রাতে রামনগর কেএমসি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আজিজ ফাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চন্দ্রপুরের জগৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রতাফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কামার পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বানভাসি মানুষ ছুটে আসে। কয়েকটি আশ্রয়ন কেন্দ্র দু-এক কেজি করে চাল দিলেও বেশিরভাগ কেন্দ্রেই ত্রান পৌঁছেনি। এ নিয়ে বন্যা দূর্গূতদের মাঝে ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছে।
প্রতাফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া মরিয়ম বিবি জানান, বিগত গতকাল থেকে এখন পর্যন্ত কোন ত্রান আসেনি। বিগত দুই দিন ধরে ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে আছি।
এ দিকে রবিবার সকালে রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বানভাসি মানুষের সাথে কথা বলেন, জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বন্যা দূর্গত মানুষদের পর্যাপ্ত ত্রান সরবরাহের আশ্বাস দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) আসম জামশেদ  খোন্দকার, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে ইয়াকুবপুরে ইউনিয়নের দুধমুখা হাই স্কুল, ইয়াকুবপুর ইছহাকিয়া এতিম খানা, চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিরের পুল মাদ্রাসা। দাগনভূইয়া সদর ইউনিয়নে জমিলা খাতুন আলিম মাদ্রাসা, বাগডুবি হাই স্কুল, দক্ষিণ আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। মাতুভূইয়া ইউনিয়নের করিম উল্যাহ হাই স্কুল, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ, মোমারিজ পুর হাই স্কুল। জায়লষ্কর ইউনিয়নের সিলোনিয়া হাই স্কুল, জায়লষ্কর হাই স্কুল, সিলোনিয়া সিনিয়র মাদ্রাসা, দক্ষিণ বারাহী গুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দূর্গত মানুষকে আশ্রয় নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
সিন্দুরপুর ইউনিয়নের খাজা আহাম্মদ উচ্চ বিদ্যালয়, সিন্দুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রগুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৈশোল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়। রাজাপুর ইউনিয়নের রাজাপুর স্কুল এন্ড কলেজ, কৌরসমুন্সি আলিম মাদ্রাসা, লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। পূর্বচন্দ্রপুর ইউনিয়নে পূর্বচন্দ্রপুর হাই স্কুল, প্রতাপপুর হাই স্কুল, জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যায়। রামনগর ইউনিয়নের রামনগরে কেএমসি উচ্চ বিদ্যালয়, আজিজ ফাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, রামনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) জামসেদ খন্দকার নতুন ফেনী’কে জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার, সুপেয় পানীয় ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.