আমরা মরে জেনে যাব // আজাদুর রহমান • নতুন ফেনীনতুন ফেনী আমরা মরে জেনে যাব // আজাদুর রহমান • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা মরে জেনে যাব // আজাদুর রহমান

Natun FeniNatun Feni
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫১ অপরাহ্ণ, ১১ জানুয়ারি ২০১৮

আমাদের কপালে লেখা থাকবে
নদী হত্যার কর্কশ ইতিহাস
লেখা থাকবে গুনহাগার পদ্য
নিত্য নির্যাতন আর হিংস্র লালা

আমরা মারা যাব,
মরে মরে জেনে যাব
আমাদের নষ্ট পরহেজগার বন্দেগী,
আমাদের হাত থাকবে না
পা থাকবে না
প্রার্থনার বদলে পোকারা
গাইবে আনন্দগান আর সেসব ছাপিয়ে
ডান হাতের আমলনামায় শোনা যাবে
বৃক্ষ নিধনের সকরুণ মাতম।
আমরা মরব, মরে মরে জেনে যাব
দুরাগত
এই সব দুরহ সংগীত

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.