দাগনভূঞার ২৮ আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ • নতুন ফেনীনতুন ফেনী দাগনভূঞার ২৮ আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাগনভূঞার ২৮ আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০২ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০১৫

দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় বন্যা দূর্গতদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী ভবনে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ত্রান বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিনভর এসব কেন্দ্রে ত্রান সামগী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। এসময় তার সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর প্রমূখ।
এর আগে ইয়াকুবপুরে ইউনিয়নের দুধমুখা হাই স্কুল, ইয়াকুবপুর ইছহাকিয়া এতিম খানা, চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিরের পুল মাদ্রাসা। দাগনভূইয়া সদর ইউনিয়নে জমিলা খাতুন আলিম মাদ্রাসা, বাগডুবি হাই স্কুল, দক্ষিণ আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। মাতুভূইয়া ইউনিয়নের করিম উল্যাহ হাই স্কুল, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ, মোমারিজ পুর হাই স্কুল। জায়লষ্কর ইউনিয়নের সিলোনিয়া হাই স্কুল, জায়লষ্কর হাই স্কুল, সিলোনিয়া সিনিয়র মাদ্রাসা, দক্ষিণ বারাহী গুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দূর্গত মানুষকে আশ্রয় নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

Untitled-2
সিন্দুরপুর ইউনিয়নের খাজা আহাম্মদ উচ্চ বিদ্যালয়, সিন্দুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রগুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৈশোল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়। রাজাপুর ইউনিয়নের রাজাপুর স্কুল এন্ড কলেজ, কৌরসমুন্সি আলিম মাদ্রাসা, লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। পূর্বচন্দ্রপুর ইউনিয়নে পূর্বচন্দ্রপুর হাই স্কুল, প্রতাপপুর হাই স্কুল, জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যায়। রামনগর ইউনিয়নের রামনগরে কেএমসি উচ্চ বিদ্যালয়, আজিজ ফাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ও রামনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সেও ভানবাসি মানুষ আশ্রয় গ্রহণের অনুরোধ জানান উপজেলা প্রশাসন। এছাড়াও দাগনভূঞার বন্যা দূর্গত বিভিন্ন এলাকায় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্বেচ্ছাসবী সংগঠন ত্রান সামগ্রি বিতরণ করছে।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন নতুন ফেনী’কে জানান, আশ্রয়ন কেন্দ্রসহ বন্যা দূর্গতদের সকল পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হচ্ছে। পানি না নামা পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/ইআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.