ফেনীতে মহাসড়কে চলছে তিন চাকার যান (ভিডিওসহ) • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে মহাসড়কে চলছে তিন চাকার যান (ভিডিওসহ) • নতুন ফেনী
 ফেনী |
১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে মহাসড়কে চলছে তিন চাকার যান (ভিডিওসহ)

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০২ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০১৫

নাজিম উদ্দিন >>
সরকারী নিষেধাজ্ঞা থাকার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে চলছে সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরণের তিন চাকার যান। মঙ্গলবার মহাড়কের লেমুয়া, লালপুল মহিপাল এলাকায় এসব যানবাহন চলতে দেখা গেছে। এ নিয়ে সচেতন যাত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, মহাসড়কের মহিপালে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে অবাধে চলাচল করছে সিএনজি চালিত অটোরিক্সা, মটর চালিত টমটম, মটর চালিত রিক্সা, ট্যাক্সি, চীন থেকে আমদাকৃত তিন চাকার সুপার, মালবাগী ট্রাক্টর, ভড়ভটিসহ বিভিন্ন ধরণের তিন চাকার যান। স্থানীয়দের অভিযোগ ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করে মহাসড়কে চলছে তিন চাকার যান। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মহাসড়কে চলে এসব যান। তবে পুলিশের দাবি, মহাসড়কে তিন চাকার যান বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, বিগত তিন দিনে অর্ধ শতাধিক তিন চাকার যান জব্দ করা হয়।

Untitled-1
সিএনজি চালক বাদশা জানান, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ফেনী শহরে আসতে বেশির ভাগ সড়কই মহসড়কের উপর দিয়ে আসতে হয়। মহাসড়কে উঠতে না পারলে সিএনজি চালানো বন্ধ করে দিতে হবে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার জানান, মহাসড়কে তিন চাকার যান জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদনা: আরএইচ

ভিডিও

https://www.youtube.com/watch?v=wHRO0MmHaq4

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.