ফেনীতে অস্ত্রসহ আটক ২৬ যুবলীগকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে অস্ত্রসহ আটক ২৬ যুবলীগকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে অস্ত্রসহ আটক ২৬ যুবলীগকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৮ অপরাহ্ণ, ০২ নভেম্বর ২০১৫

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে বিপুল পরিমান অস্ত্রসহ আটক যুবলীগের ২৬ নেতাকর্মীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে ফেনী সদর আমলী আদালতের বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অস্ত্র মমলায় আটক ২৬ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। এসময় জলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা তাদের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
মামলার আসামী পক্ষের আইনজীবি গাজী তারেক আজিজ নতুন ফেনী’কে জানান, বিজ্ঞ আদালত ২৬ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এর আগে ৬ জুন রাতে ফেনী শহরতলীর লালপোল এলাকা থেকে পাঁচটি শটগান, পাঁচটি পিস্তল, ১৬টি রামদাসহ ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.