একুশে পদক পাচ্ছেন বিচারপতি কাজী এবাদুল হক • নতুন ফেনীনতুন ফেনী একুশে পদক পাচ্ছেন বিচারপতি কাজী এবাদুল হক • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একুশে পদক পাচ্ছেন বিচারপতি কাজী এবাদুল হক

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৬ পূর্বাহ্ণ, ১০ ফেব্রুয়ারি ২০১৬

নিজস্ব প্রতিনিধি>>
একুশে পদক পাচ্ছেন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কৃতিসন্তান বিচারপতি কাজী এবাদুল হক। বুধবারতাঁর নামসহ বরেণ্য ব্যাক্তির নামের তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে।
তিনি ছাড়াও ছন ডা. সাইদ হায়দার, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর) এবং ড. জসীম উদ্দিন আহমেদ, শিল্পকলায় টিভি ও চলচ্চিত্রে জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতে পন্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতে শাহীন সামাদ, নৃত্যে আমানুল হক, চিত্রকলায় কাজী আনোয়ার হোসেন (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মফিদুল হক, সাংবাদিকতায় তোয়াব খান, গবেষণায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুলাহ ও মংছেন চীং মংছিন, ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবীবুলাহ সিরাজী। একুশে পুরস্কার প্রাপ্তদের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ এক লাখ টাকা ও সম্মাননাপত্র দেয়া হয়েছে। তবে এবার নগদ টাকার অঙ্কটি বাড়িয়ে দুই লাখ করার সুপারিশ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.