ফেনীতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নুর উল্লাহ কায়সারনুর উল্লাহ কায়সার
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৯ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০১৬

শহর প্রতিনিধি>>
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী শহর শাখার উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও বিতর্কিত শিক্ষানীতি ২০১০ এবং শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির ফেনী শহর সভাপতি মো: ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। শহর সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ফেনী জেলার সদস্য সচিব মো: শাহাদাত হোসেন কামরুল, ফেনী শহর শাখার সভাপতি গোলাম সরোয়ার সিরাজী, ফেনী সদর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন, ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নুরুল ইসলাম হেলাল, ফেনী জেলার অর্থ সম্পাদক সালেহ উদ্দিন, ফেনী সরকারী কলেজ শাখার সভাপতি মহি উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কালাম ও সোনাগাজী উত্তর শাখার সভাপতি মো ইউসুফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশের মানুষ সামাজিক আন্দোলনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কাঁদে কাঁদ রেখে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে। তাই এদেশে  কখনও জঙ্গিবাদের স্থান হবে না।
মানববন্ধনে বক্তারা বিতর্কিত শিক্ষানীতি ২০১০ এবং শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবী জানান।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন ও ছাত্র আন্দোলন ছাড়াও দলটির সহযোগী ও অংগ সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.