ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫০ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৬

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ফেনী সদর, ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গীতাবাড়ী, ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া ও পরশুরামের সুবারবাজার সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় ভারতীয় মাদকদ্রব্য পাচারকালে বিজিবির বিওপি টহলদল ৩শ’ ৪৯ বোতল হুইস্কি, ২৬ বোতল বিয়ার জব্দ করে।
একইদিন বিজিবির পরশুরামের মধুগ্রাম বিওপি ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক আটক করে। পরে ট্রাক থেকে এক হাজার ৪শ’ ৫৪ টি ভারতীয় শাড়ি, ৭০ টি লেহেঙ্গা এবং ২শ’ ৬৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়। এসব ঘটনায় চোরাকারবারী দলের কোন সদস্যকে আটক করতে পারেনি বিজিবি। জব্দ হওয়া ভারতীয় পণ্যের মূল্য আনুমানিক এক কোটি ৩০ লাখ ১০ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ফেনীস্থ ৪ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়েদুর রেজা ভারতীয় পণ্য জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এসব পণ্য কাস্টমসে জমা দেয়া হবে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.