ফেনীতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় কলেজ ছাত্রীর মৃত্যুতে মানববন্ধন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় কলেজ ছাত্রীর মৃত্যুতে মানববন্ধন • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় কলেজ ছাত্রীর মৃত্যুতে মানববন্ধন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৮ অপরাহ্ণ, ৩০ অক্টোবর ২০১৬

শহর প্রতিনিধি >>
ফেনীতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকসহ ফেনী সরকারী কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সোনিয়ার মৃত্যুতে মানববন্ধন ও স্মারকলিপি শিক্ষার্থীরা। রবিবার সকালে কলেজ গেইটে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আবু নাসের ভূঁইয়া, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান কামরুন নাহান, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী বিভাগীয় প্রধান শামিমা আক্তার, শিক্ষার্থীর স্বামী আবদুল মতিন, মা শারমিন আক্তারসহ কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সুষ্ঠু বিচারে জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের কাছে স্মারকলিপি প্রদান করে।
এর আগে ২৬ অক্টোবর রাতে প্রসূতি জান্নাতুল ফেরদাউস সোনিয়াকে ফেনী মর্ডাণ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করায়। রোগীর স্বজনরা ডাক্তার না থাকায় ওই প্রসূতিকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তালবাহানা করে রাতেই অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সেখানে তিন ঘন্টা রাখার পর কর্তৃপক্ষ জানায় প্রসূতি সোনিয়া মৃত সন্তান প্রসব করে। এর কিছুক্ষণপর তারা জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোনিয়ার মৃত্যু হয়। পরে রোগীর স্বজনরা খোঁজ নিয়ে দেখেন কোন ডাক্তার না ডেকে হাসপাতালের নার্স দিয়ে প্রসব করানোয় নবজাতক ও মায়ের মৃত্য হয়।
সম্পাদনা: আরএইচ/এএলএমটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.