ফেনীতে অবৈধ রিক্সা জব্দে মাসব্যাপী অভিযান • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে অবৈধ রিক্সা জব্দে মাসব্যাপী অভিযান • নতুন ফেনী
 ফেনী |
১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে অবৈধ রিক্সা জব্দে মাসব্যাপী অভিযান

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৩ অপরাহ্ণ, ৩০ অক্টোবর ২০১৬

নাজিম উদ্দিন >>
ফেনীতে লাইসেন্স বিহীন অবৈধ রিক্সা ও ভ্যান গাড়ী জব্দে মাসব্যাপী অভিযান পারিচালনা করছে ফেনী পৌরসভা। শহরে যানজট নিরসনে ২৩ অক্টোবর  থেকে শুরু হওয়া অভিযান আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।

feni1
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী শহরের অনুমদিত ও অনুমোদনহীন প্রায় ১৫ হাজার রিক্সা ও সহস্রাধিক ভ্যানগাড়ী চলাচল করছে। এদের মধ্যে ৭ হাজার ৫শ’ ১১টি রিক্সা ও ৪শ’ ৮০টি ভ্যানগাড়ীর অনুমোদন (লাইসেন্স) থাকলেও বাকীদের চলাচলের কোন অনুমোদন নেই। এসব রিক্সা ও ভ্যানগাড়ী যত্রতত্র চলাচল ও রাস্তার পাশে পার্কিংয়ের করণে শহরে যানজট দৃষ্টি হয়। প্রতিনিয়তই ঘটে চলছে ছোট-বড় দূর্ঘটনা। এসব অবৈধ রিক্সা ও ব্যানগাড়ী জব্দে ২৩ অক্টোর শনিবার থেকে শহরের বিভিন্ন সড়কে অভিযান শুরু করে ফেনী পৌরসভা। গত সাতদিনে প্রায় ৩ শতাধিক রিক্সা ও ৭ শতাধিক রিক্সার গদি জব্দ করে ফেনী পৌরসভা।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার জানান, ফেনী শহরেকে যানজটমুক্ত রাখতে ফেনী পৌরসভা প্রানপণ চেষ্টা করে যাচ্ছে। ট্রাপিক পুলিশের পাশাপশি পৌরসভার একাধিক টিম শহরে যানজট নিরসনে কাজ করছে। দূর্ভোগ নিরসতে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সম্পাদনা: আরএইচ/এনইউ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.