ফেনীতে মহান মে দিবসে জেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে মহান মে দিবসে জেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে মহান মে দিবসে জেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা

নুর উল্লাহ কায়সারনুর উল্লাহ কায়সার
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৩ অপরাহ্ণ, ০১ মে ২০১৭

শহর প্রতিনিধি>>
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ফেনীতে আলোচনা সভা ও র‌্যালী করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে ফেনী শহরে র‌্যালী শেষে এসএসকে সড়কের জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা। সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, কৃষি বিভাগের উপ পরিচালক ড. মোঃ খালেদ কামাল, ফেনী জর্জ কোর্টের জিপি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, পিপি হাফেজ আহাম্মদ।


আলোচনা সভায় বক্তব্য রাখেন , সড়ক পরিবহন শ্রমিক নেতা গোলাম নবী, আন্ত ঃ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজম চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি এডভোকেট সমির কুমার কর, এডভোকেট শহিদুল ইসলাম সেলিম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হাজী পেয়ার আহম্মদ, সভাপতি মো: আলী, জাতীয় শ্রমিক কমিটির আহবায়ক মাস্টার শাহ জাহান, ফেনী জেলা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন খান, আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক নেতা আবদুল মালেক ভূঞা প্রমূখ।
এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠন ফেনী শহরের র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: এনকে/এনসি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.