বনানীপাড়ায় পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসী হামলা • নতুন ফেনীনতুন ফেনী বনানীপাড়ায় পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসী হামলা • নতুন ফেনী
 ফেনী |
১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বনানীপাড়ায় পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসী হামলা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৩ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০১৪

শহর প্রতিনিধি>>
ফেনী শহরের বনানীপাড়ায় পূর্ব শত্র“তার জের ধরে স্থানীয় নুরুল ইসলামের বসত ঘরে হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায়  জামাই সলিম উল্যাহ সোহেল (৩৫) কে আটক করে পুলিশ।
এজাহার সূত্র জানায়, ফেনী শহরের বারাহিপুর দক্ষিণ বনানীপাড়ায় পূর্ব শত্র“তার জের ধরে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় নুরুল ইসলামের বসত ঘরে একদল সন্ত্রাসী লোহার রড, চাইনিজ কুড়াল এবং ধাঁরালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মৃত আবদুল করিমের ছেলে নুরুল ইসলামের বসত ঘরে হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীরা বসত ঘরে হামলা চালিয়ে ঘরের দরজাসহ আলমিরা, টিভি, টি-টেবিল, সোফা সেট, বক্স খাট এবং ঘরের অন্যান্য আসবাপত্র ভাংচুর করে। তারা নুরুল ইসলামের স্ত্রীসহ পরিবারের লোকজনকেও পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার সময় জামাই সোহেল  নুরের নাহার লাভলী, শিউলি ও সোনিয়ার পরণের কাপড় টানা-হেঁচড়া করে শ্লীতাহানি করে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ সময় সন্ত্রাসীরা ঘর থেকে তিন ভরি স্বর্ণ, একটি নোকিয়া মোবাইল, নগদ ৯০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ২০ হাজার টাকা মূল্যের ২১ ইঞ্চি রঙিন সিঙ্গার টিভি সহ ঘরে থাকা আসবাপত্র ভেঙ্গে ফেলে। এতে মোট ২ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় ঘটনায় বারাহিপুর দক্ষিণ বনানীপাড়ার আবদুল মুনাফের ছেলে নাছির উদ্দিন (২২), মৃত আবদুল করিমের ছেলে আবদুল মুনাফ (৫৫), গুদাম কোয়ার্টারস্থ মুনাফের মেয়ের জামাই সলিম উল্যাহ সোহেল (৩৫), পিতা- অজ্ঞাত, সলিম উল্যাহ সোহেলের স্ত্রী মরিয়ম আক্তার সুমি (২৮), বারাহিপুর দক্ষিণ বনানীপাড়ার আবদুল মুনাফের স্ত্রী পেয়ারা বেগম (৫০), আবদুল মুনাফের মেয়ে প্রিয়া (২৬), স্মৃতি (২০) নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নামে মামলা দায়ের করে মোঃ নুরুল ইসলাম ।
মামলার তদন্ত অফিসার মোঃ জামসেদ ঘটনা জানান, ঘটনার সাথে জড়িত আবদুল মুনাফের ছেলে নাছির উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
ফেনী মডেল থানান অফিসার ইনচার্জ মোঃ মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.