ফেনী বিজ্ঞান ক্লাবের গণিত উৎসব • নতুন ফেনীনতুন ফেনী ফেনী বিজ্ঞান ক্লাবের গণিত উৎসব • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী বিজ্ঞান ক্লাবের গণিত উৎসব

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১০ পূর্বাহ্ণ, ২১ ডিসেম্বর ২০১৪

শহর প্রতিনিধি >>
ফেনী বিজ্ঞান ক্লাবের (ফেবিকা) আয়োজনে  গনিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকালে গণিত উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ফেবিকার সভাপতি সাহেদুল ইসলাম কাওছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, ফেবিকার সহ-সভাপতি সরকারী জিয়া মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার, ফেবিকার সহ-সভাপতি আবু জোবায়ের মুন্না, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন ওরফে বাবলু, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরিপদ বর্মন প্রমুখ। কুইজ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ফেনী সরকারী কলেজের গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আফতাব উদ্দিন ও নোয়াখালী সরকারী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জহির উদ্দিন। উৎসবে জেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে আগামী ২ জানুয়ারি/১৫ নোয়াখালীতে আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেয়ার জন্য ১০০ জনকে মনোনীত করা হয়।

সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.