ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ‘জয় বাংলা’ শ্লোগান ! • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ‘জয় বাংলা’ শ্লোগান ! • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ‘জয় বাংলা’ শ্লোগান !

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪০ অপরাহ্ণ, ২১ ডিসেম্বর ২০১৪

শহর প্রতিনিধি >>
ফেনীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে জয়বাংলা শ্লোগান শুনে অবাক হয়ে পড়ে দর্শনার্থী ও পথচারীরা। এ নিয়ে দলটির নেতাকর্মী ছাড়াও গোটা শহরে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়।
রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বের হওয়া ছাত্রদলের বিদ্রোহী অংশের বিক্ষোভ মিছিলটি ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক এস এম কায়ছার এলিন, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফরহাদ উদ্দিন প্রমূখ। মিছিলটি ফেনী মডেল থানার গেইট অতিক্রমকালে মিছিলের পেছন থেকে জয়বাংলা শ্লোগান ভেসে আসলে হাস্যরসের সৃষ্টি হয়। মিছিলকারী ওই ছাত্রদলকর্মীকে চড়-থাপ্পড় দিলে অন্য নেতারা ছাড়িয়ে নেন।

এদিকে ফেনী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন পাটোয়ারী বিষয়টি অস্বীকার করে বলেন, অত্যন্ত সুন্দরভাবে আমাদের মিছিলটি শেষ হয়েছে। তিনি বলেন, ‘জয়বাংলা’ শ্লোগান দেয়ার প্রশ্নই আসেনা।

natunfeni0

এদিকে একই দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলে মূল অংশ। জেলা সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাতের নের্তৃত্বে বের হওয়া মিছিলটি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোডের দোয়েল চত্ত্বর, খেজুর চত্ত্বর সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সভাপতি কফিল উদ্দিন মামুন ও ছাত্রদল সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এনকে/এমইউপি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.