লেমুয়ায় ৬২ লাখ টাকা ব্যায়ে ৩শ পরিবারে বিদ্যুৎ সংযোগ • নতুন ফেনীনতুন ফেনী লেমুয়ায় ৬২ লাখ টাকা ব্যায়ে ৩শ পরিবারে বিদ্যুৎ সংযোগ • নতুন ফেনী
 ফেনী |
১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেমুয়ায় ৬২ লাখ টাকা ব্যায়ে ৩শ পরিবারে বিদ্যুৎ সংযোগ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৯ অপরাহ্ণ, ২১ ডিসেম্বর ২০১৪

সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তিনটি গ্রামে প্রায় ৩শাতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ দিয়েছে ফেনী পল্লী বিদ্যৎ সমিতি। রবিবার সকালে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনী পল্লী বিদ্যুৎত সমিতির জেনারেল ম্যানেজার (চ:দা:) আবু বকর ছিদ্দিক, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম, লেমুয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব ইলিয়াছ চৌধুরী, পরিচালক কামাল উদ্দিন ভূঞা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নাছিম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাসুদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, এলাকাবাসীর পক্ষে শাহীনুজ্জামান ভূঞা। ৬২ লাখ ৩৪ হাজার টাকা ব্যায়ে দক্ষিন লেমুয়া, দক্ষিন শিবপুর ও  লেমুয়া গ্রামের ২শ ৬৮ পরিবারে বিদ্যুতায়ন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এমপি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.