ফেনীতে বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৯ অপরাহ্ণ, ০৭ নভেম্বর ২০১৮

ফেনীতে বিজিবি’র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার ফেনীস্থ-৪ বিজিবি’র সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

ফেনীস্থ-৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্ণেল মো. সহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদার, সরাইলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার উন নেছা শিউলী, অতিরিক্ত পুলিশ সুপার ফেনী সদর (সার্কেল) উক্য সিং, ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির।

এছাড়াও ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দিবসে কর্মসূচীর মধ্যে ছিলো পতাকা উত্তোলন, বিশেষ দরবার, প্রীতিভোজ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউপ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ’র পরিবারকে উপহার প্রদান।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৮ নভেম্বর পিলখানায় ঢাকায় তৎকালীণ ইস্ট পাকিস্তান রাইফেলস পরিবারে ফেনী-৪ ব্যাটালিয়ন বিজিবি’র আত্মপ্রাশ ঘটে। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই ব্যাটালিয়ন প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহন করলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউপ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.