ফেনীতে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৫ অপরাহ্ণ, ০৭ নভেম্বর ২০১৮

ফেনীতে আলোচনা সভা ও র‌্যালীর মাধ্যমে ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। একই দিন রবি মৌসূমে ফেনী সদর উপজেলার ১২২৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে “ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি, ফসল রক্ষার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালী উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে সদর হাসপাতাল মোড় প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগের উপ পরিচালক মো: জয়েন উদ্দিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আবু নঈম মো: সাইফুদ্দিন।

পরে রবি মৌসূমে ফেনী সদর উপজেলার ১ হাজার ২শ ২৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ভূট্টা, সরিষা, ফেলন, বিটিবেগুন, শীত মুগ, বোরো বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সম্পাদনাঃ আরএইচ/ এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.