সোনাগাজীতে ‘বারি আম’ উৎপাদন কলাকৌশল শীর্ষক কর্মশালা • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে ‘বারি আম’ উৎপাদন কলাকৌশল শীর্ষক কর্মশালা • নতুন ফেনী
 ফেনী |
২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে ‘বারি আম’ উৎপাদন কলাকৌশল শীর্ষক কর্মশালা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৩ অপরাহ্ণ, ০৫ জানুয়ারি ২০১৯

সোনাগাজীতে ‘বারি আম-১১’ উৎপাদন কলাকৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুহুরী প্রজেক্ট এলকায় সোনাগাজী এগ্রো কমপ্লেক্সে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহাপারিচালক ড. আবুল কালাম আযাদ।

চট্টগ্রাম কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএমএ হারুনর রশীদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মদন গোপাল সাহা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের চট্টগ্রাম অঞ্জলের অতিরিক্ত পরিচালক মো. আবুল হোসেন তালুকদার।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান, সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মো. সাইফুদ্দিন, দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, সোনাগাজী এগ্রো কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সাবেক সেনাকর্মকর্তা মেজর মো. সোলায়মানসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাবেক সেনাকর্মকর্তা মেজর মো. সোলায়মান সোনাগাজী এগ্রো কমপ্লেক্স নামে নিজ খামারে ‘বারি আম-১১’সহ প্রায় ৪১ প্রজাতির আম চাষ করে আসছেন। সোনাগাজী উপজেলা থেকে ১০ কিলোমিটার দুরে মুহুরী প্রজেক্ট এলাকা ৫ একর জায়গায় তিনি এ বাগান গড়ে তুলেছেন।
সম্পাদনা: আরএইচ/ডিটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.