সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৯৯ হাজার ৭শ’ ৬০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছেন ফেনী বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব অলিনগর এলাকা এগুলো উদ্ধার করা হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদুজ্জামান জানান, তার নেতৃত্বে অলিনগর বিওপির টহল দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ লাখ ৯৯ হাজার ৭শ’ ৬০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি নিরানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা।
তিনি আরো জানান, উদ্ধারকৃত যৌন উত্তেজক টার্গেট ট্যাবলেট ফেনী কাষ্টমস্ এ জমা করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি