ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

শহর প্রতিনিধিশহর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৮ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০১৯

‘শিক্ষার বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার শহরের মিজান রোডস্থ শহীদ জহির রায়হান হল মাঠে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. জয়েন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার। শিক্ষক এ.কে এম ফরিদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আমানুল ইসলাম, করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল ও নার্সারী মালিক সমিতির দিদারুল আলম মজুমদার।

এ সময় অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার ও জোসনা আরা জুসি, দাগনভূঞা উপজেলা কৃষি অফিসার মো. রাফিউল ইসলাম, সোনাগাজী উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, সহকারী বন সংরক্ষক আবুল কাশেম ভূঞা, সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেব নাথ, শুভপুর স্টেশন অফিসার বাবুল চন্দ্র ভৌমিক, ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন, দাগনভূঞা রেঞ্জ কর্মকর্তা আবু তারেক খোন্দকার, পরশুরাম রেঞ্জ কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান, সোনাগাজী রেঞ্জ কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।

শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ ও বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের মিজান রোডস্থ শহীদ জহির রায়হান হল মাঠে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও একজন উপকারভোগীর মাঝে এক লাখ ৮০ হাজার দুইশ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় ২০টি স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষের রকমারি গাছের চারা বিক্রয় হচ্ছে। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.