‘অনৈক্যের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফেনীর সাংবাদিকরা’ • নতুন ফেনীনতুন ফেনী ‘অনৈক্যের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফেনীর সাংবাদিকরা’ • নতুন ফেনী
 ফেনী |
১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অনৈক্যের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফেনীর সাংবাদিকরা’

শহর প্রতিনিধিশহর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৯ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০১৯

ফেনী প্রেসক্লাবে তালা ঝোলা এবং সাংবাদিকদের অনৈক্যের কারণেই তারা নিজেরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম। রবিবার নিউজটোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য সৃষ্টি হলে ফেনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় অনুষ্ঠানে অনান্য বক্তারাও বলেন, সাংবাদিকদের আভ্যন্তরীণ বিবাদের কারণে সুযোগ নিচ্ছে অনেকেই। এছাড়াও তাদের একেক পক্ষকে বিবাদে জড়ানোর জন্য ইন্ধন দিচ্ছে সুযোগ সন্ধানীরা। নিজেদের স্বাথেই সাংবাদিকদের ঐক্যে আশা প্রয়োজন বলে মনে করেন তারা। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

চ্যানেলের ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতনের সঞ্চালনা ও পরিচালনায়, ফেনী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং। এছাড়াও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, রবিউল হক রবি, মো: আবু তাহের ভূইঁয়া, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেব নাথ, ক্রিকেট এসোসিয়েশন ফেনীর সভাপতি ইমন উল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুর আমীন রিজভী, ইয়ুথ জার্নালিষ্ট ফোরাম সভাপতি শাহজালাল ভূঞাঁ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল রাসেল, এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ক্যাবল অপারেটরসহ প্রায় শতাধিক শুভানুধ্যায়ী শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, পরে অতিথি ও শুভাকাঙ্খীরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.