খ.ম.ফারুক এর কবিতা- "মেস সমাচার" • নতুন ফেনীনতুন ফেনী খ.ম.ফারুক এর কবিতা- "মেস সমাচার" • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খ.ম.ফারুক এর কবিতা- “মেস সমাচার”

Natun FeniNatun Feni
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৮ অপরাহ্ণ, ০৮ জুন ২০১৭

মেস সমাচার
খ,ম,ফারুক
————-

আহা! কি মজা! কি মজা!
খালা আসেনি!
আজকে আমাদের পরীক্ষা
খালা আসেনি!
খালার সরকারি ছুটি দুই দিন
অনুমিত লাগে না!
যখন খুশি তিনি অনুপস্থিত
কারো নিষেধ মানেনা!
এক চোখেতে তেল বিক্রি
আরেক চোখেতে নুন
কিছু মামা স্যাল্টার দেই
পাইতে খালার গুণ!
খালা আবার মহারাণী
তেলাপিয়া মাছ কাটে না
অল্প তেলে রান্না করা
তাহার নাকি সাঁজে না।
বাজারকারী ভুল করিলে
দোষের সীমা নাই
লবণ ছাড়া শাক রাঁধিলেও
বলার কেহ নাই!
খালার আছে বড্ড গুণ
মুখে মধুর ভাষণ
একটা বললে দুইটা শোনায়
যেন কড়া শাসন!
খালা বদলের কথা শুনলে
কারো কারো মাথায় ধরে আগুন
অন্যায় সুবিধা নিতে নিতে
তাদের অন্তরখানি পোরা বেগুন!
“ভাগ কর, শাসন কর”
খালাও করে প্রয়োগ
কলির কাল আইছে দেশে
সৎ লোকেরও হইছে অসুখ!
কি আর বলব দুঃখের কথা
ওরাই ম্যাজরিটি
আমরা কতক নাদান বর্ডার
ধরছি ন্যায়ের খুটি!
ছোট একটা খুপরি রাজ্য
বর্ডার গোটা তিরিশ
এখানেতেও দুর্নীতির চাষ
চলে তেলের মালিশ!
কি করবে ভাই থানা পুলিশ?
আমরা খারাপ হলে
এমন শিক্ষাই করছি অর্জন
যাচ্ছি রসাতলে!
শিক্ষিত লোকগুলোই জাতির শত্রু
বলতে ইচ্ছে হয়!
দিন মজুররা খেটে যাচ্ছে
তাই তো খাদ্য জোগাড় হয়!
আঁশি মন দুধ নষ্ট হয়
পড়লে এক ফোঁটা গো চেনা
সৎ আমলও নষ্ট হয়
আহার করলে অবৈধ দানা।
লেখার আরো অনেক ছিলো
হাতে সময় নাই
একটু পরেই দৌড়াঁতে হবে
পরীক্ষার হলে ভাই!
নিজের বিচার নিজে করলে
বিচার করার কেহ নাই
সাবধান হও গো বন্ধু সবে
এখনি ক্ষমা চাও!

—–

১৩/০৫/১৭

সানকিপাড়া, ময়মনসিংহ।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.