ফেনীতে বাটা সু কোম্পানিকে জরিমানা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে বাটা সু কোম্পানিকে জরিমানা • নতুন ফেনী
 ফেনী |
২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বাটা সু কোম্পানিকে জরিমানা

নুর উল্লাহ কায়সারনুর উল্লাহ কায়সার
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৬ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি ২০২০

জুতা পরিবর্তন না করায় ফেনীর ট্রাংক রোডে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এক ক্রেতা ২৩৯৯ টাকা দিয়ে এক জোড়া জুতা কেনেন। কেনার এক মাসের মধ্যে কেনা জুতার রং ফ্যাকাশে হয়ে যায়। পরে তিনি জুতাটি পরিবর্তন করার জন্য দোকানে নিয়ে যান। কিন্তু বিক্রেতারা তাতে সম্মত হননি। বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তিনি।

অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ক্রেতার অভিযোগ প্রমাণ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে তাদেরকে জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫% অর্থ অভিযোগকারীকে পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

ভুক্তভোগী ওই ক্রেতা জানান, এক মাসের মধ্যে জুতার রং বদলে যাওয়ায় তিনি জুতাটি পরিবর্তন করার জন্য নিয়ে যান। কিন্তু বিক্রেতারা তাতে সম্মত হননি। যদিও ক্যাশ মেমোতে লেখা ছিল ৩০ দিনের মধ্যে পণ্যের কোনো সমস্যা হলে পরিবর্তন বা মেরামত করে দেয়া হবে। পরে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন।

একই অভিযোগে লোট্টো শোরুমেও অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সময় পার হয়ে যাওয়া শোরুমটিকে ভোক্তার জুতা পরিবর্তন করে দিতে নির্দেশ প্রদান করা হয়। একই দিন অভিযান চালিয়ে ফুলগাজী উপজেলার বন্দুয়া বাজারে ২ টি মুদি দোকানকে ৪ হাজার টাকা ও ফেনী সদরের মজিদ মিয়ার বাজারে থ্রি স্টার হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.