সৌদি গমনেচ্ছুরা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে রেজিষ্ট্রেশন করতে পারবে • নতুন ফেনীনতুন ফেনী সৌদি গমনেচ্ছুরা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে রেজিষ্ট্রেশন করতে পারবে • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি গমনেচ্ছুরা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে রেজিষ্ট্রেশন করতে পারবে

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪২ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

নতুন ফেনী ডেস্ক>>
সৌদি আরব গমন ইচ্ছুরা এবার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে থেকে নিবন্ধন করতে পারবেন। শুক্রবার এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন একসেস টু ইনফর মেশন (এটুআই)’র জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রায় ৭ বছর পর সৌদি আরবে গৃহকর্মী নেয়ার সিদ্ধান্তের জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানী অফিসে নিবন্ধন শুরু হয়েছে। হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শিক্ষার্থীরাও। হরতাল-অবরোধ উপেক্ষা করে জেলার দূর-দূরান্ত থেকে লোকজন ভীড় জমায়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিজান রোডের সোনালী ব্যাংকে নিবন্ধন ফি জমা দিতে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়েও ফরম নিতে না পারায় হতাশ হয়ে বাড়ী ফিরে যান। এদিকে মানুষের ভোগান্তী নিরসনে জেলার প্রত্যেক ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে নিবন্ধন করতে পারবে।
এ ব্যাপারে ফেনী কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: নিজাম উদ্দিন নতুন ফেনী’কে বলেন, জনশক্তি অফিস ছাড়াও ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে আবেদন করতে পারবে।
উল্লেখ্য, সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশী পুরুষ প্রমিকদের ক্ষেত্রে নিবন্ধনের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর এবং গৃহকর্মী হিসেবে নিবন্ধনের জন্য নারীদের বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছর।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.