মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি • নতুন ফেনীনতুন ফেনী মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি • নতুন ফেনী
 ফেনী |
১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫২ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

মিরসরাই প্রতিনিধি >>
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দশটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর ৬টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সাধুর বাজার এলাকার নুরুল আবছার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেএ। আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী।
স্থানীয়রা জানায়, ওইদিন ভোরে এলাকাবাসী দেখতে পান নুরুল আবছার মার্কেটে দাউদাউ করে আগুন জলছে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলেও পাশ্ববর্তী উপজেলা সীতাকুন্ড থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসার পূর্বেই আগুনের লেলিহান শিখায় একে একে সাইফুল ইসলামের কাঠের ও ধানের গোডাউন, মিয়াসানের কাঠের দোকান, নুরুল আবছার মেম্বারের রাইস মিল ও জেনারেটরের দোকান, শাহাবউদ্দিনের কাঠের নকশার দোকান, ননাই নাথের স্টিলের ওয়ার্কশপ, মৃদুল জলদাশের মাছের আড়ত, পারভেজের ইলেক্ট্রনিক্স দোকান, দুলাল মিয়ার শীতল পাটির গোডাউন, গুয়া মিয়ার রিক্সা গেরেজ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
সম্পাদনা: আরএইচ/এমইউ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.