ঝুকিমুক্ত শাহ আলম টাওয়ার • নতুন ফেনীনতুন ফেনী ঝুকিমুক্ত শাহ আলম টাওয়ার • নতুন ফেনী
 ফেনী |
২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝুকিমুক্ত শাহ আলম টাওয়ার

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৮ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০১৫

নিজস্ব প্রতিনিধি>>
ভূকম্পনে ফাটল আতংক দেখা দেওয়া ফেনী শহরের এসএসকে সড়কের শাহআলম টাওয়ার রবিবার বিAdd Newকালে খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের গঠিত টেকনিক্যাল টিম দীর্ঘ তদন্ত শেষে ভবনটি ঝুকিমুক্ত ঘোষনা করে।

সূত্র জানায়, রবিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল হক সহ এলজিইডি, গণপূর্ত ও পৌরসভার প্রকৌশলী ঘটনার তদন্তে নামেন। দীর্ঘ সময় তদন্ত শেষে ৩ টা ২০মিনিটের দিকে ১০তলা বিশিষ্ট ভবনটি ঝুকিমুক্ত ঘোষনাা করা হয়। তদন্তকালে ভবনে ফাটল দেখা যায়নি বলে তদন্তকারী সূত্র জানিয়েছে। বিকাল ৪ টার দিকে ভবনটি অবমুক্ত করা হয়। সাড়ে ৫ টায় বৈদ্যুতিক সংযোগ পুন:স্থাপন করা হয়।

প্রসঙ্গত; শনিবার বেলা সোয়া ১২টার দিকে ৭.৯ স্কেলে ভূকম্পন অনুভূত হয়। এতে পুরো ভবনে বাসিন্দাদের মাঝে ফাটল আতংক দেখা দেয়। ঘটনার পর জেলা প্রশাসন ঘটনার তদন্ত করতে টেকনিক্যাল টিম গঠন করে ভবন সিলগালা করে দেয়।

সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.