পরশুরামে চাকরির লোভ দেখিয়ে দু’ ভাইয়ের সর্বস্ব লুট
পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে চাকরির লোভ দেখিয়ে দু’ ভাইয়ের সর্বস্ব লুট করে নিয়ে গেছে প্রতারক চক্র। সহায়-সম্বল হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে তাদের।
ভুক্তভোগি সূত্র জানায়, উপজেলার মির্জানগর গ্রামের মৃত বেচু মিয়ার দু’ছেলে আবু তাহের (৩৮) ও বাহার মিয়া (৩৮)। জমজ দু’ভাই ইরাক যাওয়ার জন্য মির্জানগর মৌজার ২৪ শতক জায়গা বিক্রি করে ১১ লাখ টাকা তুলে দেয় ঢাকাস্থ মেসার্স জাবের ইন্ট্যারন্যাশনালের কথিত ম্যানেজার আদম ব্যবসায়ী মো. শহিদউল্লাহ ওরপে শহিদ হুজুরের ...













