এফ রহমান এসি মার্কেটেও থাকছে আকর্ষনীয় ২০ পুরস্কার
শামীম শাওন>>
শহরের এসএসকে সড়কে ফেনীর একমাত্র শীতাতপ নিয়ন্ত্রীত বিপনী বিতান এফ রহমান এসি মার্কেটে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়েছে। পুরো রমজানে কেনা কাটার উপর ক্রেতাদের জন্য থাকছে ১টি মোটরসাইকেলসহ ২০টি আকর্ষনীয় পুরস্কার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শীতাতপ নিয়ন্ত্রীত বিপনী বিতানটি নতুন সাজে সজ্জিত। প্রতিটি দোকানেই রাখা হয়েছে ঈদের নতুন কালেকশান। দোকানীদের ব্যাস্ততাও ছিলো চোখে পড়ার মতো। শাড়ী, পাঞ্জাবীসহ জুতার দোকানগুলোতে ছিলো ক্রেতাদের বাড়তি ...