ফেনীতে তিন চাকার যান বন্ধ ॥ যাত্রীদের চরম দূর্ভোগ
বিশেষ প্রতিনিধি>>
সরকারী নিষেধাজ্ঞায় মহাসড়কে তিন চাকার যান বন্ধ থাকায় অসহনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এ সুযোগে চালকরা অতিরিক্তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীদের অভিযোগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা, মটর চালিত টমটম, মটর চালিত রিক্সা, ট্যাক্সি, চীন থেকে আমদাকৃত তিন চাকার সুপার, মালবাগী ট্রাক্টর, ভড়ভটিসহ তিন চাকার যান বন্ধ ঘোষণায় মহাসড়কে এসব যান চলাচল বন্ধ হয়ে যায়। ১ আগস্ট থেকে এ নিষেধাজ্ঞা জারী ...













